How To Create Fiverr Account Bangla
আজকে আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস Fiverr নিয়ে আলোচনা করব। আমরা নানা কাজে অযথা সময় ব্যায় করে থাকি। কিন্তু একটু সচেতন হলে আপনিও Fiverr থেকে মাসে অনেক অনেক ডলার আয় করতে পারেন। এমনিতে ফাইভার একাউন্ট তৈরি করা অনেক সহজ তাহালে চলুন আর কথা না বাড়িয়ে Fiverr account খোলার নিয়ম গুলো জেনে নেই।
Fiverr এ্যাকাউন্ট তৈরি
ফাইবার একাউন্ট খোলার জন্য প্রথমে fiverr.com এ প্রবেশ করতে হবে, আর যদি এন্ড্রয়েড ফোন থেকে ফাইভার একাউন্ট তৈরি করতে চান তাহালে Chrome Browser ওপেন করে Desktop Site করে নিবেন। তাহালে কম্পিউটার বা ল্যাপটপের মতো কাজ করতে পারবেন।

এবার ফাইভার হোম পেজের উপরের দিকে দেখতে পাবেন দেখতে পাবেন Join লিখা, সেখানে ক্লিক করুন ক্লিক করার পর একটা পপআপ পেজ আসবে.

দেন যেই জিমেইল দিয়ে একাউন্টি তৈরি করতে চান সেটি দিয়ে continue এ ক্লিক করতে হবে.

দেন এখানে আপনার User Name এবং Passwoed দিতে হবে, User Name যদি এভেলেবল না থাকে নামের সাথে কিছু সংখ্যা ব্যবহার করবেন তারপর join বাটনে ক্লিক করবেন

এরপর আপনার ইমেইল এ একটা ভেরিফাই মেসেজ যাবে সেই মেসেজের মাধ্যমে আপনার একাউন্ট টি ভেরিফাই করতে হবে. ইমেইল টি ওপেন করলে দেখতে পাবেন Active Your Account সেখানে ক্লিক করলেই আপনার একাউন্টি ভেরিফাই বা একটিভ হয়ে যাবে।

এবার আপনাকে ফাইভার একাউন্টের ড্যাশবোর্ড এ নিয়ে যাওয়া হবে এখন আমাদের প্রোফাইল এডিট করতে হবে কারন আপনার প্রোফাইল যদি ভাল না থাকে তা হলে বায়ারের থেকে কাজ পাবার সম্ভাবনা অনেক কম।

শেষ কথা!
তাহলে বন্ধুরা আজকে আমরা কিভাবে ফাইভার একাউন্ট তৈরি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিলাম। এই পোস্ট সম্পর্কে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবস্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন , আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে কন্টেন্ট চান তা জানাতে ভুলবেননা কিন্তু !. সবাইকে সালাম দিয়ে আজ এখানেই শেষ করছি।
Everything is very open with a clear clarification of the issues. It was truly informative. Your website is very useful. Thanks for sharing!