এই পোস্টে আমরা সেরা কয়েকটি ওয়েব হোস্টিং কোম্পানি (3 Best Domain Hosting Company) নিয়ে কথা বলবো, যেই কোম্পানি গুলো আপনার বিজনেস গ্রোও করাতে অনেক হেল্প করবে। তার আগে ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে যে কেন কিছুর নাম আপনি যে বিষয়য়ে বা যেই নামে আপনার কোম্পানি দাঁড় করতে চান সেটাকেই ডোমেইন বলে, এমনকি ডোমেইন আপনার নামও হতে পারে। হোস্টিং কি? হোস্টিং মানে হচ্ছে স্পেস বা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য সংরক্ষন থাকবে। এই হোস্টিং আপনাকে নিৰ্দিষ্ট সময়ের জন্য কিনে নিতে হবে , যেমন আমরা ফিজিকেলি দোকান ভাড়া নিয়ে থাকি একটি সময়ের জন্য আর সময় শেষ হলে পুনরায় আবার চুক্তিতে আসতে হয়।
ঠিক তেমনি ডোমেইন হোস্টিং এরও মেয়াদ শেষ হলে পুনরায় রিনিউ বা কিনে নিতে হবে। আর নিজের ওয়েবসাইট জন্য এই ডিজিটাল স্পেস ব্যবহার করাকেই ওয়েব হোস্টিং বলে !
Best Domain Hosting কেন প্রয়োজন?
ডোমেইন হোস্টিং ছাড়া আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারবেন না, কারণ একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন পরে যে খানে আমাদের ওয়েবসাইট কন্টেন্ট গুলো সংরক্ষন থাকে। তাই একটি ভালোমানের ওয়েবসাইট তৈরি করতে গেলে অবস্যই অবস্যই ডোমেইন এবং হোস্টিং আর প্রয়োজন পরবে।
আমাদের ওয়েবসাইট মানে নতুন একটা বিজনেস আর এই বিজনেস্টি যেন ভালো কোনো কোম্পানির শুরু হয়। তাই আপনাদের জন্য বাছাই করে বেস্ট কয়েকটি ওয়েব হোস্টিং কোম্পানি নিয়ে এসেছি যারা প্রফেশনালি কম মূল্যে অনেক ভালোমানের সার্ভিস দিয়ে থাকে।
3 Best Domain Hosting Company
1| Bluehost

২০০৩ সালে যাত্রা শুরু করে ব্লুহোস্ট খুব দ্রুত জনপ্রিয়তার অন্যতম নিদর্শন হয়েছে। খুব অল্প দিনেই চলে এসেছে প্রথম সারির ওয়েব হোস্টিং কোম্পানির ক্যাটাগরিতে। বিশ্বস্ততা ও নির্ভর যোগ্যতার মাপকাঠিতে নিজেকে প্রমানিত করে হয়ে উঠেছে আস্থার প্রতীক। এই কোম্পানি তাদের গ্রাহকদের সুবিধার জন্য অনেক কম মূল্যে ভালো মানের হোস্টিং সেবা দিয়ে থাকেন | তাছাড়া প্রতিটি প্লানের সাথে একটি ফ্রি ডোমেইন এবং ওয়াডপ্রেস ব্যবহারকারীদের জন্য ওয়ান ক্লিক ইনস্টলার তো রয়েছেই |
তাছাড়া এখান থেকে হোস্টিং নেওয়ার পর আপনার হোস্টিং কোয়ালিটি এবং ব্লগের লোডিং স্পীড এর ব্যাপারে ভাবতেই হবেনা অনেক ভালো এবং সেরা কোয়ালিটির হোস্টিং এখানে পাবেন। একটি নতুন ব্লগ থেকে শুরু করে প্রফেশনাল ব্লগ সবটাই আপনি ব্লুহোস্ট ওয়েব হোস্টিং এ শুরু করতে পারেন।
ফিচারঃ
- Free Domain for 1st Year
- Free SSL Certificate Included
- 1-Click WordPress Install
- Expert 24/7 Support
2| HostGator

বর্তমান সময়ে সেরা কিছু হোস্টিং প্রোভাইডারের ভিতর অন্যতম হচ্ছে এই ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানিটি। এদের সার্ভিসের তুলনায় মুল্য সামঞ্জস্যপুর্ন ও তুলনামুলক কম হওয়ায় দিন দিন জনপ্রিয়তার শীর্ষে এই কোম্পানিটি জায়গা করে নিচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং এর রাজ্যে 90 লক্ষেরও বেশি গ্রাহক নিয়ে তার রাজত্ব করে যাচ্ছে। তাদের ক্লাউড হোস্টিং প্যাকেজ ইন্টারনেটের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ গুলির অন্তর্ভুক্ত।
ফিচারঃ
- ৪৫ দিনের মানিব্যাক গ্যারান্টি।
- সার্ভারের-আপটাইম গ্যারান্টি 99.9%
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- আনলিমিটেড স্টোরেজ
- ফ্রি ডোমেইন, ওয়েবসাইট
3| Namecheap

২০০০ সালে নেমচিপ কোম্পানি প্রতিষ্ঠা হয়। বর্তমানে বাজেট হোস্টিং প্রোভাইডার হিসেবে তারা বেশ জনপ্রিয়। নেমচিপ হোস্টিং খুব ভালো মানের হোস্টিং প্রোভাইড করে । আমি ব্যাক্তিগত ভাবে এই কোম্পানির হোস্টিং ব্যবহার করি। তাছাড়া নেমচিপ কোম্পানির ওয়েব লোডিং স্পিড খুব ভাল। এই কোম্পানির সবথেকে ভালো তাদের কাস্টমার কেয়ার ২৪ ঘন্টা যে কোনো সময়ে আপনি যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
ফিচারঃ
- Unmetered bandwidth
- Free website builder
- Domain name and privacy protection
- Free automatic SSL installation
- Free Supersonic CDN
- 30-day money-back guarantee
- Free in <24 hours website migration
আপনাদের জন্য কিছু কথা!
আপনি অলওয়েজ ট্রাই করবেন ভালো এবং বিশ্বস্ত ওয়েবসাইট থিকে আপনার ডোমেইন হোস্টিং ক্রয় করার। কিছু টাকা বাঁচাতে গিয়ে যদি লোকাল কোম্পানি বা ছোট খাটো ওয়েবসাইট থেকে আপনার ডোমেইন হোস্টিং ক্রয় করেন তাহলে মাঝে মধ্যেই আপনার ওয়েবসাইটে সার্ভার প্রব্লেম দেখতে পাবেন যেটাতে আপনার বিজনেসের ক্ষতি হবে এবং আপনার ওয়েবসাইট থেকে কাস্টমার বা ভিজিটর হারাবেন সাথে এই ধরণের সার্ভারে ওয়েবসাইট রাঙ্ক করানোও কষ্ট স্বাদ্ধ।
তাই আপনার যদি একটি মাস্টার কার্ড থাকে বা কার্ডের ব্যবস্তা করতে পারেন তাহলে অবসসই অবসসই লিস্টে থাকা ওয়েবসাইট বা বড়ো কোনো বিশ্বস্ত ওয়েবসাইট থেকে আপনার ডোমেইন হোস্টিং কিনার চেষ্টা করবেন।
এই পোস্ট সম্পর্কে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবস্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন , আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে কন্টেন্ট চান তা জানাতে ভুলবেননা কিন্তু !. সবাইকে সালাম দিয়ে আজ এখানেই শেষ করছি।
Pingback: Optinly Lifetime Deal In Appsumo 2022
Pingback: Acumbamail Lifetime Deal In Appsumo 2022 | Best Email Marketing Tool
Pingback: Getscreen.me Lifetime Deal In Appsumo 2022
Pingback: SendFox Lifetime Deal In Appsumo 2022 | Best Email Marketing Tool
Pingback: Breve Lifetime Deal In Appsumo And Full Review 2022
Pingback: TabExtend Lifetime Deal In Appsumo And Full Review 2022
Pingback: Curiosity Lifetime Deal In Appsumo 2022
Pingback: Agency Maestro Lifetime Deal 2022
Pingback: Median Lifetime Deal - Best Screen Share Tool
Pingback: Flexclip Video Maker Lifetime Deal In Appsumo 2022
Pingback: Sociamonials Lifetime Deal In Appsumo 2022
Pingback: Masterstudy Best Education WordPress Theme 2022
Pingback: LeadRocks Appsumo Lifetime Deal And Full Review 2022